রাঙানো এক গোছা চুলে পেঁচানো পেল্লায় নোলকটি গুজরাটের কচ্ছের ছোট্টো এই জনবসতির বিবাহিতা মহিলাদের প্রতীক।

তপ্ত বালুকাময় ঊষর বান্নি অঞ্চলে অবস্থিত এই জনপদটি আর পাঁচটি বসতি থেকে একদম আলাদা। এখানে দেখা মিলবে না কোনও ছুতোর, কামার বা কারখানার। রয়েছে কেবল একটি মরশুমি কুয়ো।

শহরে বসবাসকারী দরিদ্র মানুষদের থেকে এই বসতির অধিবাসীদের জীবন যাপনের রীতি একেবারে আলাদা, তাঁরা দূর থেকেই প্রগতিকে চাক্ষুস করেন, অংশীদার নন তাঁরা এই প্রগতির।
বাংলা অনুবাদ : স্মিতা খাটোর