দিল্লির চারটি ভিন্ন ভিন্ন স্থান থেকে রামলীলা ময়দানে এসে সমবেত হওয়া সারা দেশের হাজার হাজার কৃষক, ৩০শে নভেম্বর সংসদ মার্গের দিকে অগ্রসর হলেন। সঙ্গে ছিল তাঁদের নিজেদের জিনিসপত্র আর এক গুচ্ছ দাবি, যার মধ্যে অন্যতম কৃষি সংকট বিষয়ে আলোচনার জন্য ২১ দিন ব্যাপী সংসদের একটি বিশেষ অধিবেশন।

রামলীলা ময়দানে সকাল সাড়ে সাতটায় প্রাতরাশের জন্য অপেক্ষারত কৃষকরা ।

বেরিয়ে পড়ার আগে চট করে একটু শুয়ে নিচ্ছেন জনৈক কৃষক

তামিলনাড়ুর কুড্ডালোর জেলার কাট্টুমান্নারকোইল তালুকের কঞ্জনকোল্লাই গ্রামের কৃষক কোডান্ডা রমণ , কিষান মুক্তি যাত্রার খবর সংবাদপত্রে বেরিয়েছে কি না তা খবরের কাগজে খুঁটিয়ে দেখছেন।

মহারাষ্ট্রের নন্দুরবার জেলার আদিবাসী কৃষকরা তাঁদের ঐতিহ্যশালী নাচ পরিবেশন করছেন ।

কৃষকরা তাঁদের গ্রাম ও জেলার মানুষকে একত্রিত করে এবার মিছিল নিয়ে বেরিয়ে পড়তে প্রস্তুত।

প্রতিবাদীরা ময়দান থেকে সংসদ মার্গের দিকে অগ্রসর হচ্ছেন ।

দিল্লির অধিবাসীরাও কৃষক এবং তাঁদের দাবির সমর্থনে পথে নেমে এসেছেন।

পদযাত্রায় অংশগ্রহণকারীরা সংসদ মার্গে উপস্থিত হলে স্বেচ্ছাকর্মীরা তাঁদের জলের প্যাকেট বিতরণ করছেন।

রামলীলা ময়দান থেকে দীর্ঘপথ হেঁটে এসে এখন জিরিয়ে নিচ্ছেন পঞ্জাবের একদল বয়স্ক কৃষক।

সংসদ মার্গে মঞ্চের সামনে বসে কৃষক নেতা এবং রাজনীতিবিদদের বক্তৃতা শুনছেন কৃষকেরা ।
বাংলা অনুবাদ : স্মিতা খাটোর